বড় সুখবর পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। আরও দুই মামলায় খালাস পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩০ মে) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৯ মের সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেয়েছেন ইমরান খান। ইসলামাবাদের একটি জেলা ও দায়রা জজ আদালত তাকে খালাস দিয়েছেন।
ইমরান খানের বিরুদ্ধে শেহজাদ শহরে থানার দুটি মামলা চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করা হয়। এরপর এটির অনুমোদন দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর সাব্বির। রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে। ফলে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা মামলা থেকে খালাস দেওয়া হলো।
এর আগে গত ১৫ মে আরও দুটি মামলা থেকে খালাস পান ইমরান খান। গত বছরের ৯ মের সহিংসতার ঘটনায় ভাঙচুরের অভিযোগে ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা দুটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহিব বিলাল খালাস দেন।
গত বছরের ৯ মে এক আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স গ্রেপ্তার করলে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী এই বিক্ষোভ থেকে দেশটির রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা, সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার শতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।
৯ মের সহিংসতার সময় লাহোর কর্পস কমান্ডার হাউস ও আসকারি টাওয়ারে হামলায় জড়িত থাকার অভিযোগে ইমরান খান ও তার দল পিটিআইয়ের শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।