27 C
Dhaka
Friday, April 18, 2025

আয়নাঘরের কারিগর জিয়াউল আহসান প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার করে যা বললেন

কখনোই আয়নাঘরে চাকরি করেননি বলে দাবি করেছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকের দেখে চিৎকার করে এ দাবি করেন তিনি।

দুপুর দেড়টার দিকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল থেকে বের করা হয়। বেরিয়ে প্রথমেই তিনি হাত নাড়েন গণমাধ্যম কর্মীদের দিকে। তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত হাত নামিয়ে নিতে বলে নিজেরাই হাত নামিয়ে দেন জিয়াউল আহসানের।

প্রিজন ভ্যানের দিকে যাওয়ার সময়ই তিনি চিকিৎকার করে গণমাধ্যমকর্মীদের বলতে থাকেন, ‘আমি কখনই আয়নাঘরে চাকরি করিনি।’ প্রিজন ভ্যানে উঠেও তিনি ভিতর থেকে বলতে থাকেন, আমি আয়নাঘরে কখনও চাকরি করিনি।

জিয়াউল আহসান এমন দাবি করলেও আজ শুনানিতে তাকে বসনিয়া-হার্জেগভনিয়ার ‘কসাই’ রাদোভান কারাদজিচের সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জিয়াউল আহসান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আটজনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ