26 C
Dhaka
Friday, April 18, 2025

প্রকাশ্যে এলো কুবি শিবিরের সভাপতি-সেক্রেটারির পরিচয়

এবার প্রকাশ্যে এলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার সভাপতি ও সেক্রেটারির পরিচয়। শিবিরের আয়োজনে নবীনবরণ নিয়ে সাংবাদিকদের দাওয়াত দিলে তাদের পরিচয় পাওয়া যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহি এবং সেক্রেটারির দায়িত্বে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে ফোন করেন সেক্রেটারি মাজহারুল ইসলাম।

তখন তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রির্সোটে কুবির ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ এই নামে একটি অনুষ্ঠান হওয়ার বিষয়ে জানান। এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের প্রশ্নের জবাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় জানান। তবে কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে প্রশ্ন করলে তিনি পরবর্তীতে কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা বলেন।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) প্রকাশ্যে আসেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি। ঢাকা কলেজ শাখা শিবির সভাপতি আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ। ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা।

ঢাকা কলেজ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংগঠনটি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ