22 C
Dhaka
Saturday, November 23, 2024

‘দেশ ছাড়া করার হুমকির’ অভিযোগ, নিরাপত্তা চায় হিন্দু পরিবার

জমির জন্য ‘দেশ ছাড়া করার হুমকি’ পেয়ে নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একটি হিন্দু পরিবার।

বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার লক্ষ্মণ চন্দ্র মণ্ডলের ছেলে খোকন মণ্ডল।

লিখিত বক্তব্যে খোকন মণ্ডল বলেন, “উত্তরাধিকার সূত্রে নীলগঞ্জ মৌজায় দুই ভাইয়ের তিন একর ৭১ শতাংশ জমি রয়েছে। সেই জমি থেকে ১২০ শতাংশ জমি লিখে নেওয়ার জন্য নানা কৌশল এবং হুমকি দিচ্ছেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু।”

নিজেকে বিএনপি কর্মী দাবি করে খোকন মণ্ডল বলেন, “আওয়ামী লীগ আমলেও নির্যাতনের শিকার হয়েছি। ৫ অগাস্টের পর হামলা ও হয়রানি বেড়েই চলছে। ১২ নভেম্বর সন্ধ্যায় ডেকে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে। এ ছাড়া দেশ ছেড়ে ভারতে যাওয়ার হুমকি দিয়েছে।

“বিএনপি নেতার ভয়ে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বর্তমানে পালিয়ে থাকি।”

সরকারের কাছে পরিবারের নিরাপত্তা দাবি করেন খোকন চন্দ্র মণ্ডল।
তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু।

তিনি এ ধরনের অভিযোগকে মিথ্যা দাবি করে বলেন, খোকন মণ্ডলের বিরুদ্ধে পাল্টা মানহানি মামলা করবেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ