32 C
Dhaka
Friday, April 11, 2025

সড়কে ৪ ঘণ্টার ডিউটি, দিনপ্রতি ৫০০ টাকা সম্মানী পাবেন শিক্ষাত্রীরা

প্রথম পর্যায়ে ২১৪ জনকে প্রশিক্ষণ দেয়ার পর ৬০ জন শিক্ষার্থী ট্রাফিকের সঙ্গে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন শুরু করেছেন।৬০০ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব পালনের সময় এসব শিক্ষার্থী প্রতিদিন ৫০০ টাকা সম্মানী পাবেন।

আগেই বলা হয়েছিল চার ‍ঘণ্টা দায়িত্ব পালন করবেন,এসব শিক্ষার্থীরা।জুন মাস পর্যন্ত দায়িত্ব পালন করা এসব শিক্ষার্থীরা পোষাক হিসাবে পাচ্ছেন বিশেষ ধরনের জ্যাকেট যাতে তাঁদের আলাদা করে চেনা যায়।এসব তথ্য নিশ্চিত করেছেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাফিক পুলিশ বিভাগ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান জানান,শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে তার পরই ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে। গত ৪ নভেম্বর ট্রাফিক পক্ষের শেষ দিন থেকে প্রশিক্ষিত ৬০ জন শিক্ষার্থী দায়িত্ব পালন শুরু করেছেন। পর্যায়ক্রমে অন্য প্রশিক্ষিতরাও দায়িত্ব পালন শুরু করবেন। প্রাথমিকভাবে রমনা ও তেজগাঁও এলাকায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ