23 C
Dhaka
Sunday, November 24, 2024

‘নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে ট্রাম্পকে হাসিনার অভিবাদন, বাংলাদেশ প্রসঙ্গে নোংরা খেলায় কঙ্গনা রানওয়াত’

বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। বিভিন্ন সময়ে নানান ইস্যুতে সমালোচিত এই নায়িকাকে প্রায় সময়েই দেখা গেছে কট্টরপন্থী হিন্দুত্ববাদের ধারণা পোষণ করতে। ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচারে যেন জুড়ি নেই এই অভিনেত্রীর।

সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানেও স্বৈরাচারী হাসিনার অন্যতম দালাল ছিলেন কঙ্গনা। এমনকি তিনি এবং তার দল বিজেপি যেন হাসিনাকে ছাড়া কিছু বুঝতেই পারছেন না। যেখানে বাংলাদেশে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে হাসিনা সেই হাসিনাকেই নিজেদের দেশে বহাল তবিয়তে রেখেছেন ভারত সরকার।

এমনকি স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিলে এক টুইট করেছিলেন কঙ্গনা। যেখানে তিনি দাবি করেছিলেন,ভারতের চারপাশে যত মুসলিম দেশ রয়েছে তাদের মাতৃভূমি ভারত। এছাড়াও ওই টুইট বার্তায় কঙ্গনা বলেছিলেন, ‘ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে নিরাপদ মনে করছেন জেনে আমরা সম্মানিত।’

কঙ্গনা ওই পোস্টে আরও লিখেছিলেন, ‘যারা ভারতে থাকেন এবং প্রশ্ন করেন, কেন হিন্দুরাষ্ট্র, কেন রামরাজ্য? এটাই হল তার জবাব। মুসিলম দেশগুলিতে কেউ সুরক্ষিত নন, এমনকি, মুসলিমরাও নন। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেনে যা হচ্ছে, তা দুর্ভাগ্যজনক।’

সম্প্রতি বিতর্কিত এই অভিনেত্রী তার ইন্সটাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন, যেখানে গত বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের একটা প্রেস রিলিজের ছবি সংযুক্ত করেছেন কঙ্গনা।

আওয়ামীলীগের সেই প্রেস রিলিজে হাসিনা নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জাননেই শেষ নয় নিজের শেয়ার করা স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করেনি। আজকে সে ডোনাল্ড ট্রাম্পের জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। হাই-লেভেলে খেলা হবে!’

অনেক রাজনীতি বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে বলেন,কঙ্গনার শেয়ারকৃত পোস্টে স্পষ্টতই প্রতীয়মান হয় যে ভারত বাংলাদেশকে নিয়ে এক নোংরা খেলায় মেতেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। সময় এসেছে ভারতীয় আগ্রাসন সমূলে উৎপাটনের।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ