21 C
Dhaka
Monday, November 25, 2024

প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ নৌকমান্ডারকে তুলে নিয়ে গেল ইসরায়েল

লেবাননের উত্তরে এক অভিযান চালিয়ে হিজবুল্লাহর একজন কর্মকর্তাকে তুলে নিয়ে গেছে ইসরায়েলি নৌ কমান্ডোরা। বিভিন্ন আরব গণমাধ্যমে এমন খবর দেয়া হচ্ছে।

টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি নৌ কমান্ডোরা শুক্রবার (০১ নভেম্বর) লেবাননের উত্তরে একটি অভিযানে হিজবুল্লাহর একজন কর্মকর্তাকে আটক করেছে। লেবাননের এত ভেতরে এই ধরনের অপারেশনের ঘটনা বিরল।

লেবাননের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিফ) বিশেষ বাহিনী ত্রিপোলির দক্ষিণে বাতরুন উপকূলের একটি শেলেট আক্রমণ করে এবং এক ব্যক্তিকে নিয়ে দ্রুতবেগে স্পিডবোটে করে এলাকা ত্যাগ করে। এই অভিযান ইসরায়েল-লেবানন সামুদ্রিক সীমানার প্রায় ১৪০ কিলোমিটার উত্তরে সংঘটিত হয়।

সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথ জানিয়েছে, আটককৃত ব্যক্তি হলেন হিজবুল্লাহ কর্মকর্তা ইমাদ আমহাজ। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বলছে, আমহাজ হিজবুল্লাহর নৌবাহিনীর একজন শীর্ষস্থানীয় সদস্য।

লেবাননের স্থানীয় আল-জাদিদ নিউজ স্টেশনে লেবাননের জনপরিসেবা ও পরিবহনমন্ত্রী আলী হামিয়ে বলেন, আমহাজ বেসামরিক জাহাজের ক্যাপ্টেন এবং একটি বেসামরিক নৌ ইনস্টিটিউটে পড়াশোনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে আমহাজকে লেবাননের নৌবাহিনীর ইউনিফর্মে দেখা যায়।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আমহাজকে হিজবুল্লাহর নৌ কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি আইডিএফ।

ইসরায়েলি এই অভিযানের বিষয়ে প্রথম খবর প্রকাশ করেন লেবানিজ সাংবাদিক হাসান ইলাইক। তিনি লেবাননের সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে জানান, এই অভিযানটি লেবাননের নৌবাহিনীকে না জানাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের জার্মান নৌবাহিনীর সহযোগিতায় চালানো হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইউনিফিল।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ