22 C
Dhaka
Monday, November 25, 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে সাত কলেজ, তবে…

রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তই থাকছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসব কলেজের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করা হবে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, আজকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে কলেজের প্রতিনিধিরা কথা বলেছেন। এরপর একটি সিদ্ধান্ত হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি জায়গা ঠিক করা হবে যেখানে সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যায়।

তিনি বলেন, সাত কলেজের এসব বিষয় আলাদাভাবে দেখা হবে। তাদের জন্য আলাদাভাবে রেজিস্টার থাকবে এবং আলাদা কর্মকর্তা থাকবে। তবে এই পুরো বিষয়টি করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে আসা হবে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কলেজগুলো নিয়ে নানা ধরনের সমস্যা চলছে। কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত ২৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কলেজ) সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। কমিশন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এ দাবিতে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ও গতকাল বুধবারও (৩০ অক্টোবর) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ