20 C
Dhaka
Tuesday, November 26, 2024

আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না: মুহিব্বুল্লাহ বাবুনগরী

জামায়াতে ইসলামীকে ইসলামি দল মনে করেন না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি বলেছেন, আমরা জামায়াতে ইসলামকে ইসলামি দল মনে করি না। জামায়াতে ইসলাম মদিনার ইসলাম চায় না, তারা মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।

গত শুক্রবার ফেনীর মিজান ময়দানে হেফাজতের শানে রিসালাত সম্মেলনে দেওয়া বক্তৃতায় মুহিব্বুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন। হেফাজত আমিরের এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, জামায়াতে ইসলাম সকল ভ্রান্ত ফেরকা সমূহের মধ্যে নিকৃষ্ট দল। এমনকি তারা কাদিয়ানী সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াতে ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানীদের দ্বারাও সে ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলাম হেফাজতের জন্য। আমাদেরকে ভ্রান্ত আক্বিদার দলসমূহকে মোকাবেলা করতে হবে এবং নিজেদের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে।

আমিরে হেফাজতের বক্তব্যের সময় হাজার হাজার জনতা নারায়ে তাকবিরের শ্লোগানের মাধ্যমে তার বক্তব্যকে সমর্থন জানান।

ফেনী জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত ছিলেন- হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা নূর হোসাইন নূরানি প্রমুখ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ‘এক প্ল্যাটফর্মে’ আনা যায় কী-না তা নিয়ে দলের ভেতরে ও বাইরে অন্যদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াত, ইসলামী আন্দোলন ও হেফাজতসহ ইসলামী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য প্রক্রিয়ার চেষ্টার কথা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকও। জামায়াতের সঙ্গে হেফাজতের ঐক্যের একটি গুঞ্জনও ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

এমন পরিস্থিতিতে জামায়াতের ব্যাপারে অবস্থান স্পষ্ট করলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ