25 C
Dhaka
Sunday, April 20, 2025

পরীক্ষা দিতে এসে ধরা নিষিদ্ধ সংগঠনের নেত্রী পিয়া

পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া। রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজ পরীক্ষা শেষে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় উত্তেজিত জনতা নিষিদ্ধ সংগঠনের এই ছাত্রলীগের নেত্রীকে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ নেত্রী প্রিয়া।

এ সময় তাকে পরীক্ষাকেন্দ্রে অন্যান্য পরীক্ষার্থীরা চিনে ফেললে কলেজটিতে হট্টগোল বেধে যায়। পরে কলেজের শিক্ষকরা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক প্রিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ