26 C
Dhaka
Monday, November 25, 2024

গভীর রাতে যে বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণহত্যায় জড়িত ব্যক্তিদের মধ্যে অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।

এ গণহত্যায় জড়িত কেউ যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে ও বিমানবন্দরগুলোতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত ব্যক্তিদের নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেছেন।

বিবৃতিতে উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্র্বতী সরকার বদ্ধপরিকর।

একই সঙ্গে সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ