23 C
Dhaka
Tuesday, December 3, 2024

ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে: ছাত্রদল

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পর ছাত্রদল জানিয়েছে, এ পদক্ষেপ ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত করেছে। তবে তারা সতর্ক করেছেন, নিষেধাজ্ঞাই চূড়ান্ত সমাধান নয়; সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

বুধবার (২৩ অক্টোবর) ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এক বার্তায় এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ একটি খুনি সংগঠন। তারা খুন, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, ভোট ডাকাতি এবং গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত। সব জঙ্গি সংগঠনের চেয়ে ছাত্রলীগের হাতে বেশি মানুষ নিহত হয়েছে।’

নাছির আরও বলেন, ২০০৯ সাল থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলেছিল। এই প্রতিরোধের ফলে ছাত্রলীগ এবং সরকারি বাহিনীর হাতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী গুম এবং শহীদ হয়েছেন। ছাত্রলীগ ছাত্ররাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে।

তিনি আরও বলেন, যখন বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছিল, তখন ছাত্রদল শুধু ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। আজ ছাত্রলীগের নিষেধাজ্ঞার ফলে ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে এবং গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনীতির চর্চার পথ উন্মুক্ত হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক গেজেটে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ