29 C
Dhaka
Saturday, April 19, 2025

জবিতে চাকরি পেলেন ছাত্র আন্দোলনে নিহত সাজিদের বোন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে জুনিয়র প্রোগ্রামার পদে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম এই নিয়োগ প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুনিয়র প্রোগ্রামার পদে নিয়োগ দিয়েছে।

ইকরামুল হকের পরিবার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম এই নিয়োগ প্রদান করেন।”

জানা গেছে, আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় ১০ দিন পর মারা যান তিনি। বাবা, মা ও একমাত্র বোনের সঙ্গে মিরপুরে থাকতেন ইকরামুল সাজিদ।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ