28 C
Dhaka
Monday, April 21, 2025

নতুন বাংলাদেশে আ.লীগ নিষিদ্ধ করতে হবে: নুর

এবার নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (১৬ অক্টোবর) গাজীপুরের শ্রীপুরের মাওনা উড়াল সড়কের নিচে এক পথসভায় তিনি এ দাবি জানান।

এ সময় নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত করতে ভারতসহ বিভিন্ন দেশ প্রচেষ্টা চালাচ্ছে। দেশের ভেতরেও নানা লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি বলেন, শরীরে একবিন্দু রক্ত থাকতে স্বৈরাচার আওয়ামী লীগকে কোনো ঠাঁই দেওয়া হবে না। এর দোসরদের ঠাঁই দেওয়া হবে না। নতুন বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নিষিদ্ধ করতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বাংলাদেশে নির্বাচন এবং মুক্তচিন্তা করার অধিকার ছিল না। রাজনীতিকে দুর্বৃত্তায়নে পরিণত করেছিল। আমরা এ অবস্থার পরিত্রাণ ঘটাতে পেরেছি।

এদিকে নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ অতীতের মতো ২১ বছর ক্ষমতায় এসে ফের ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করে দেশকে ধ্বংস করেছে। আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ