23 C
Dhaka
Thursday, November 28, 2024

ইয়েমেনে প্রতিরোধ যোদ্ধাদের গোপন অস্ত্রভান্ডারে যুক্তরাষ্ট্রের হামলা

ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদল হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় পাঁচটি ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগারে নির্ভুল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৬ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

লয়েড অস্টিন বলেন, মার্কিন বাহিনী হুতিদের কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেখানে বিভিন্ন ধরনের অস্ত্র উপাদান মজুত করা ছিল। এসব অস্ত্র হুতি যোদ্ধারা এই অঞ্চলে বেসামরিক ও সামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে ব্যবহার করেছে।

এর আগে এই মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি যোদ্ধাদের সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে ১৫টি হামলা চালিয়েছিল। তখন স্থানীয় বাসিন্দারা সামরিক পোস্ট ও একটি বিমানবন্দরে বিস্ফোরণের খবর দিয়েছিলেন।

গত নভেম্বর থেকে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে প্রায় ১০০টি হামলা করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তারা বলছেন, গাজায় ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে এই কাজ করছেন। হুতিদের হামলায় দুটি জাহাজ ডুবেছে, তাদের দখলে একটি জাহাজ রয়েছে এবং কমপক্ষে চারজন নাবিক নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবারের হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা তারা মূল্যায়ন করছেন। তবে তাদের হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ