এতদিন টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান ছিল আফগানিস্তানের দখলে। সেই রেকর্ড এবার দখলে নিল ভারত। আফগানিস্তানের করা দলীয় সর্বোচ্চ ২৭৮ রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৯ ওভার ২ বল শেষে ২৮৯ রান।
শনিবার ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে টস হেরে বোলিং করতে নেমে এলোমেলো বাংলাদেশ দল। ওপেনার সানজু সামসন ও তিনে নামা সূর্যকুমার যাদব বেধড়ক পেটায় বাংলাদেশি বোলারদের।
ভারত ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯০ রান করেছে। সানজু ৪৪ বলে ১০৬ রানে খেলছেন। সূর্যকুমার ৩১ বলে ৬৬ রান করেছেন। ওপেনার অভিষেক শর্মা ৪ রান করে আউট হয়েছেন।