30 C
Dhaka
Saturday, May 10, 2025

জয় বাংলা স্লোগান দেওয়ায় সংঘর্ষ, আহত ৬

মাগুরায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ৬ জন গুরুত্ব আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাতে কয়েকবার শহরের ভায়না এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন ভায়না এলাকার আব্দুর রহিম (২৮),আব্দুর রহমান (২৯), রকিবুল (২৫), নওশের (৪২), সুমন (৩০) ও আলিম শেখ (৫৫)। এদের মধ্যে আব্দুর রহমান, আব্দুর রহিম ও নওশেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে ভর্তি আলিম শেখ বলেন, ‘আজ বিকেলে একই এলাকার মসলেমের ছেলে সিনবাদ কয়েকজন সঙ্গী নিয়ে মোটরসাইকেলে করে আব্দুর রহিমের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেয়। এ সময় আব্দুর রহিম সিনবাদকে আমরা বিএনপি করি আমাদের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছিস কেন বলে তর্কে জড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় সিনবাদ তার সঙ্গীদের নিয়ে দেশীয় অস্ত্রধারা আমাদের ওপর হামলা করে। ’

এদিকে সংঘর্ষের ঘটনার পর আহতদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী শহরের ভায়না এলাকা অবরোধ করে। পরে স্থানীয় রাজনৈতিক নেতারা ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ