28.5 C
Dhaka
Thursday, May 15, 2025

অবসর নেওয়ার পরই সাকিবকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জাহারা মিতু

বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তিনি। দেশের ক্রিকেট দলকে পতন থেকে নিয়ে গেছেন প্রথমে। তার হাতে ব্যট হয়ে ওঠে খাপছাড়া তরবারি, বল হয়ে ওঠে মিসাইল। বিশ্ব ক্রিকেটারের তালিকায়ও রাজকীয় অবস্থান। বিশ্বসেরা অলরাউন্ডার তিনি। আজ বৃহস্পতিবার কানপুর থেকে হঠাৎই দেওয়া হলো বিশাল এই অধ্যায়ের সমাপ্তির বার্তা।

বলছিলাম সাকিব আল হাসানের কথা। বিশ্বসেরা এ অলরাউন্ডার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে। যা শুনে বেদনার্ত ক্রিকেটপ্রেমীরা। চিত্রনায়িকা জাহারা মিতুও আছেন এই দলে। প্রিয় ক্রিকেটারের অবসর ঘোষণায় দু লাইন লিখেছেন সামাজিক মাধ্যমে।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে জাহারা মিতু লেখেন, সাকিব আল হাসান, ক্রিকেট যদি হয় বিনোদনের মাধ্যম তবে আপনি সেখানকার বস।

সঙ্গে আক্ষেপও করেছেন নায়িকা। নিজের পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, বাংলাদেশের কোনো ক্রিকেটারের শেষটা আজ পর্যন্ত সুন্দর ও উপযুক্ত সম্মানের সাথে হলো না।

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সময়টা স্বস্তির ছিল না। তার নামে দেওয়া হয় হত্যা মামলাও। তখন থেকেই জাতীয় ক্রিকেট দলে সাকিবের থাকা নিয়ে চলছিল গুঞ্জন। তবে ব্যাটে বলে জবাব দিয়ে টিকে আছেন এখনও। যোগ্যতার প্রমাণ দিতে দিতেই দিলেন অবসরের ঘোষণা।

সূত্র : ঢাকামেইল

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ