শিক্ষক নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক পলাশ বসাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ইতোমধ্যে পদত্যাগও পত্রও জমা দিয়েছেন এই শিক্ষক।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
যেখানে শিক্ষক পলাশ বসাক লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি ‘স্বেচ্ছায়’ অব্যাহতি নিয়েছি। আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি সেপ্টেম্বরের ৩ তারিখে।
‘মব জাস্টিস’-এর মাধ্যমে ৫ আগস্টের আগে এবং পরে সংঘটিত সকল শিক্ষক নিগ্রহের বিরুদ্ধে এটা আমার নীরব প্রতিবাদ।
এ ঘটনায় মুঠোফোন একাধিক পলাশ বসাকের যোগাযোগ করা চেষ্টা করা হলে, তার ফোন নম্বরে তাকে পাওয়া যায়নি।