23 C
Dhaka
Sunday, November 24, 2024

রোহিত-কোহলিকে আউট করায় হাসানকে গালি দিচ্ছে ভারত সমর্থকেরা

মেঘলা কন্ডিশনে দুই দলই ফিল্ডিং করতে চেয়েছিল চেন্নাইয়ে। কিন্তু ভাগ্য ছিল নাজমুল হোসেন শান্তর পক্ষে এবং দুর্দান্তভাবে সেটা কাজে লাগিয়েছেন হাসান মাহমুদ। তিনে বল করতে আসা নাহিদ রানা প্রথম ওভারে ভালো করলেও পরে ছন্দ পাননি। তাসকিনও শুরুতে ভালো করে আর ধরে রাখতে পারেননি।

কিন্তু টানা সাত ওভারের স্পেলে বল করা হাসান মাহমুদ কাঁপিয়ে দিয়েছেন ভারতের টপ অর্ডারকে। তাঁর সিম মুভমেন্ট ও বাড়তি বাউন্স প্রথম ঘণ্টাতেই স্বাগতিক দলের তিন উইকেট পতনের কারণ হয়েছে। ৩৪ রানে ৩ উইকেট হারানো ভারত পরের ঘন্টায় কোনো উইকেট না হারিয়ে ৮৮ রানে প্রথম সেশন শেষ করেছে।

প্রথম ওভার থেকেই রোহিত শর্মাকে স্বস্তি পেতে দেননি হাসান। আম্পায়ার্স কলের কারণে পেতে পেতেও দ্বিতীয় ওভারে পাননি ভারত অধিনায়কের উইকেটের। তৃতীয় ওভারেই সে দুঃখ ভুলেছেন দারুণ এক বলে। তাঁর পঞ্চম ওভারে বিরাট কোহলি পড়েছেন ড্রাইভ করার ফাঁদে। মাঝে শুবমান গিলকেও ফিরিয়েছেন হাসান।

তবে ভারত সমর্থকেরা খেপেছেন রোহিত ও কোহলিকে আউট করায়। হাসান মাহমুদ ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট করেছেন ৫ সেপ্টেম্বর। পাকিস্তানকে হারানোর পর জেতা ট্রফি নিয়ে তোলা সে ছবিতে খুব বেশি প্রতিক্রিয়া ছিল না। শুধু সাবেক কোচ অ্যালান ডোনাল্ড নিজের খুশির কথা বলে অভিনন্দন জানিয়েছিলেন। হাসানও ধন্যবাদ জানিয়েছিলেন কিংবদন্তিকে।

এর বাইরে খুব বেশি প্রতিক্রিয়া ছিল না। কিন্তু আজ রোহিতকে আউট করার পর রোহিত ভক্তরা দুই সপ্তাহ পুরনো সেই পোস্টে গালাগাল করে মন্তব্য করেন। আবার এর জবাবে এক বাংলাদেশিও গালাগাল করে উসকে দেন। একটু পর কোহলি ভক্তরাও হাজির হয়েছেন। তাদের ক্ষোভ, ভারতে গিয়ে কীভাবে রোহিত-কোহলিদের আউট করার সাহস পান! দুই ভক্ত গ্রুপ নিজেদের মধ্যেও ঝগড়া করছেন!

তবে এক ভক্ত সবাইকে মনে করিয়ে দিয়েছেন, হাসান নিজ দেশের হয়ে খেলছেন। দেশের হয়ে ভালো করায় কাউকে ঘৃণা না করার অনুরোধ করেছেন ভারতীয় সেই ভক্ত।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ