20 C
Dhaka
Tuesday, November 26, 2024

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ, যে কোন সময় অভিযান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের চলাফেরা নিয়ন্ত্রণে মোবাইল টিম পরিচালনা করা হবে। একই সাথে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখারও ‍নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক/অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীর উদ্দেশে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার লক্ষ্যে অতি দ্রুত ক্যাম্পাসে অভিযান পরিচালিত হবে।

সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালীন প্রত্যেকে শিক্ষার্থীকে তাদের নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা যাচ্ছে। যেসব শিক্ষার্থীর পরিচয়পত্র হারিয়ে গেছে তাদের উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালেয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “ওই বিজ্ঞপ্তিতে একটা ভুল আছে সেটা হলো, সেখানে লেখা আছে মোবাইল কোর্ট কিন্তু আসলে হবে মোবাইল টিম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কোর্ট পরিচালনা করবে না। আমরা ইতিমধ্যে বহিরাগত নিয়ন্ত্রণে কাজ করছি। ”

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ