22 C
Dhaka
Monday, November 25, 2024

নোয়াখালীতে মাজার কমিটির সেক্রেটারির ছেলের নেতৃত্বেই মাজার ভাংচুর

নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুরে অবস্থিত ফকির চাড়ু মিজি শাহ্ (রঃ) মাজার (দরগাহ বাড়ির মাজার) ভাংচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, মাজার কমিটির সাধারণ সম্পাদকের ছেলের নেতৃত্বেই শুক্রবার মাজারে ভাংচুর চালানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেন,মাজার পরিচালনা কমিটির সভাপতি ও নোয়াখালী পৌরসভা বিএনপি সভাপতি আবু নাসের।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ১৮-২০ জনের একটি দল মাজারটি ভাংচুর করে।

জানা যায়, লক্ষ্মীনারায়ণপুর দরগাহ বাড়িতে প্রায় ২শত ৫০ বছর আগে আধ্যাত্মিক ফকির চাড়ু মিজি শাহ নামে এক বুজুর্গকে দাফন করা হয়েছিলো। পরবর্তীতে তাঁর কবরকে ঘিরে সেখানে মাজার তৈরি করেন ভক্তরা। প্রতিবছর সেখানে মাসব্যাপী ওরশ ও মেলার আয়োজন করা হতো। যদিও সেখানে বছরের বাকি সময়জুড়ে বড় পরিসরে কোন কার্যক্রম চালানো হতোনা।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৯ টায় মাজার কমিটির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামীলীগ সে্ক্রেটারি তাজুল ইসলামের ছেলে মোঃ বিজয়ের নেতৃত্বে সেখানে হামলা করে ১৮-২০ জনের একটি দল। সেসময় তারা মাজারের কবরস্থান ও দেয়াল গুঁড়িয়ে দেয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বিজয়ের মুঠোফোনে কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

মাজার পরিচালনা কমিটির সভাপতি ও নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের জানান, আমি খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। আমাদের মাজারে কোন অসামাজিক কার্যকলাপ হতোনা। বছরে একবার মেলা হতো।

আমরা এ মাজারের নামে প্রায় এক একরের মতো জায়গা কিনেছি। শুক্রবার সকালে বিজয়ের নেতৃত্বে মাজারে হামলা চালানো হয়েছে বলে শুনেছি।

বিজয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। সে এখন বলে বেড়ায়, তারা নাকি দেশ স্বাধীন করেছে। মাজার ভাংচুরের বিষয়ে তার বাবা তাজুল ইসলাম তাকে জিজ্ঞেস করলে সে বলে, ‘মাজার বিদআত, তাই এটা তারা ভাংচুর করেছে।’

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ