বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও গুলিবিদ্ধদের মাঝে নগদ অর্থ এবং শুকনো খাবার বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাবির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রদলের সভাপতি মাহবুব আলম শাহিনের নেতৃত্বে নগদ অর্থসহ ও শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাহফুজর রহমান, মোস্তাকিম, বর্ণ, শুভ সাহেদ, আনানসহ আরও অনেকে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নিয়মিতভাবে সম্মুখভাগে মাঠে থেকে আন্দোলনে অংশ নিয়েছেন শাহিন। আন্দোলন রক্ষক্ষয়ী সংঘর্ষে রূপ নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ও নিহতদের সহযোগিতায় সর্বাত্মক চেষ্টা করেছেন তিনি।
নিজ দায়িত্বে এ পর্যন্ত ১৫৫ জন রোগীকে নগদ অর্থ ও খাবার বিতরণ এবং ২৫৫ ব্যাগ রক্ত সংগ্রহের ব্যবস্থা করেন শাহিন। এ বিষয়ে শাহীন জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি।
গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলনে অংশ নিয়ে বহুবার পুলিশি হামলা-মামলার শিকার হতে হয়েছে। হামলা-মামলার শিকার হয়ে আইসিউ ও এইচডিইউতে ভর্তি পর্যন্ত ছিলেন তিনি।