20 C
Dhaka
Sunday, November 24, 2024

লাইভে এসে বৈষম্যবিরোধী সভায় যোগ দিতে নিষেধ করলেন সমন্বয়করা

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের বিরোধিতার পর ছাত্র-জনতার মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নগরীর সার্কিট হাউজ মাঠে বিকাল ৩টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

গণ-অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, দেশ পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-জনতার মতবিনিময় সভা করতে সমন্বয়কদের ১০ সদস্যের একটি দল গত মঙ্গলবার ময়মনসিংহে আসে। শুক্রবার বিকাল ৩টায় নগরীর সার্কিট হাউজ মাঠে এই অনুষ্ঠান শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

এদিকে, এ আয়োজন ঘিরে ঢাকা থেকে আসা সমন্বয়কদের সঙ্গে স্থানীয় সমন্বয়কদের বিরোধ তৈরি হয়। স্থানীয় সমন্বয়কদের একটি দল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফেসবুক লাইভে এসে ওই মতবিনিময় সভায় যোগ না দিতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায়।

একই সঙ্গে শুক্রবার সকাল ১০টার মধ্যে ঢাকার সমন্বয়কদের ময়মনসিংহ ছাড়ার সময় বেঁধে দেয়। এ ছাড়া ময়মনসিংহে মতবিনিময় সভার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়।

ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী হোসেন জানান, ‘৫ আগস্টের পরে যেসব সুবিধাভোগী এখানে সমন্বয়ক সাজার চেষ্টা করেছেন, সেই চক্রকে নিয়ে ঢাকার সমন্বয়করা মতবিনিময় সভা করার প্রস্তুতি নিয়েছেন।

অথচ আন্দোলনের শুরু থেকে আমাদের দল সক্রিয়। যারা ঢাকা থেকে এসেছেন, তাদের মধ্যেও দুটি দল বিরাজমান। আমাদের সঙ্গে তাদের কথা বলার সময় পর্যন্ত নেই। এই আয়োজনের সঙ্গে ময়মনসিংহের ছাত্র-জনতার কোনও সম্পৃক্ততা নেই।’

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে জেলায় জেলায় মতবিনিময় সভা শুরু হয়েছে। গণ-অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, দেশ পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-জনতার মতবিনিময় সভা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ