29.9 C
Dhaka
Friday, July 11, 2025

চট্টগ্রামে রাতে হঠাৎ বিক্ষোভ, যা জানা গেল

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার মোমিন রোডে প্রতিমাবাহী গাড়িতে হামলার অভিযোগে বিক্ষোভ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে মোমিন রোডের চেরাগী পাহাড় মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের একটি প্রতিমাবাহী গাড়িতে পানি ঢেলে দেয় একদল দুর্বৃত্ত। এর আগে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়েছিল। তারা এর স্থায়ী প্রতিকার চান।

এর আগে ফেসবুকে ঘোষণা দিয়ে চেরাগীর মোড়ে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। তারপর একে একে নগরের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন হিন্দু ধর্মাবলম্বীরা। তারা বিক্ষোভ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ শুরু করে দেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

রাত ২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল। তাদের বোঝানোর চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জানতে চাইলে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নওশের কোরেশী ঢাকা পোস্টকে বলেন, হিন্দুদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, অনেকে উসকানি দেওয়ার চেষ্টা করছেন। আপনারা (গণমাধ্যম কর্মীরা) সঠিক তথ্য তুলে ধরুন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ