আগামীকাল রাত ১২ টা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর৷ একইসাথে মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এর সাথে সম্পৃক্ত গডফাদারদের ধরা হবে বলে জানিয়েছেন তিনি৷
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি৷
উপদেষ্টা বলেন, আজকের সভাটি ছিলো আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা৷ এ সভায় আমরা প্রধানত দেশের আইন শৃঙ্খলা নিয়ে কথা হয়েছে৷ কিভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব নিয়ে কথা হয়েছে৷ এ ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব৷
জাহাঙ্গীর আলম বলেন, আজই সকল বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন৷ আগামীকাল রাত ১২ টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে৷ হাতিয়ার কালেকশনের জন্য৷ আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি ; আমি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি৷
উপদেষ্টা বলেন, মাদক আমাদের বড় সমস্যা৷ এই মাদক আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ মাদক নিয়ন্ত্রণ আমাদেএ জন্য খুবই জরুরি৷ এ কারণে এটা নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি৷ মাদকের গড ফাদারদের আমরা আইনের আওতায় আনার জন্যও কাজ করছি৷
তিনি বলেন, আসন্ন দুর্তাপূজা নিয়ে আমাদের আলোচনা হয়েছে৷ পূজাঁ যেন ঠিকভাবে হতে পারে সে বিষয় আমরা পদক্ষেপ নিচ্ছি৷ আমরা আশা করছি পূজাঁটা খুব ভালোভাবে শেষ হবে৷ কোথাও কোন সমস্যা হবেনা৷
তিনি বলেন, মিয়ানমারের সিমান্ত নিয়ে যে সমস্যা সেটা নিতে আলোচনা হয়েছে৷ আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি সেটা ‘অনগ্রাউন্ড’ দেখতে পাবেন৷