25 C
Dhaka
Sunday, April 20, 2025

নেত্রকোণায় ভারতীয় চিনি বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোণায় অবৈধভাবে আসা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক সেনা সদস্যদের সহায়তায় জব্দ করেছে পুলিশ। তবে ট্রাক জব্দ করলেও চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনি ভর্তি ট্রাকটি সেনাবাহিনীর সহায়তায় জব্দ করে মডেল থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার এসআই মো. আব্দুল জলিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতীয় চিনি অবৈধ পথে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরেই। পাচারকারীদের বিভিন্ন চক্র এখনো সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে।

কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্নস্থানে পৌঁছে যায়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ