25 C
Dhaka
Tuesday, February 25, 2025

আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা যদি থাকে পুরনো ১ টাকার কয়েন!

এখ,নকার দিনে আত্মনিভর হতে কেই না চায়। নিজে ব্যাবসা করে নিজের স্বপ্ন পূরণ করতে স,কলেরই মন চায়।

ছেলে হোক বা মেয়ে স,কলেরই আত্মনিভর হতে চায়। কি,ন্তু সবসময় তো সাধ থাকলেই সাধ্য থাকে না।আর তাই নিজের ইচ্ছে স্বপ্ন থাকা সত্ত্বেও কখনও পি,ছিয়ে যেতে হয়।

কিন্তু আজ আপনাকে এমন একটা কথা বলবো যার ফলে আ,পনি আপনার স্বপ্ন বলুন বা শখ সবই পূরণ করতে পারবেন এক নিমেষে। এমনকি কোটিপতি ও হতে পা,রবেন আপনি।

ত,বে, তার জন্য আপনার কাছে থাকতে হবে ১টাকার কয়েন। কিন্তু, এ কয়েন যে সে কয়েন ন’য়। ১৯৮৫ সালের আগের কয়েন যদি থাকে আপনার কাছে তবে সেটা বিক্রি করে হতে পারবেন কো’টিপতি।

OLX এ গিয়ে নিজের নাম রে,জিস্টার করে কয়েনটিকে বি,ক্রি করতে পারবেন।তাহলে, যাদের পুরোনো এন্টিক কয়েন জমানোর শখ রয়েছে

তাঁরা আর দেরি না করে এক্ষুনি এই সুবর্ণ সু,যোগ হাতে তুলে নিন। পেয়ে যান ৯.৯৯ কোটি টাকা।

আর নিমেষেই হয়ে যান কোটিপতি। ই’ন্টারনেট এর মাধ্যমে আপনি নিলামে তুলতে পারবেন পুরোনো নোট ও ক,য়েন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ