বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে রাজাকার বলায় মানিক-ইনু-মেননের বিরুদ্ধে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৭) এর বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পিবিআইতে এ তদন্তে দিয়েছেন। আগামী ২৩/১০/২৪ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আই এর টকশো ‘মেট্রোসেম টু দ্যা পয়েন্টে’ জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলের মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।
২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।