আদাবরের রিংরোডে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে হত্যা মামলা দায়ের হয়েছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে।
ডিএমপির আদাবর থানায় করা মামলায় তাকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন আসামি। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনের কথা উল্লেখ করা হয়ে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম মামলাটি করেছেন। আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা আছে- মো. সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য। পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর- মাগুরা।
এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ৫ আগস্ট আদাবরের রিংরোডে মিছিলে অংশ নেন রুবেল। এ সময় আসামিদের নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও মদদে গুলি ছোঁড়ে।
বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যান তিনি।