29 C
Dhaka
Thursday, April 17, 2025

পদত্যাগ করতে যাচ্ছেন পাপন!

পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। এই ব্যপারে জোরাল গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো বিসিবি কর্তার বক্তব্য পাওয়া যায়নি।

সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান এর কাছে এই ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার কাছেই প্রথম শুনলাম, এই ব্যপারে কিছুই জানি না।’

বিসিবি’র প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরিও গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কোনো ধারণাই নেই।’

২০১৩ সালে প্রথমবারের মত বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাজমুল, ২০২১ সালের ৭ অক্টোবর চতুর্থ মেয়াদে তিনি এই পদে নির্বাচিত হন।

নাজমুলের সময়কালের শেষের দিকে ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যর্থতা ছিল চোখে পড়ার মত। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং, আবাহনীকে অন্যায় সুবিধা পাইয়ে দেয়াসহ অনেক অভিযোগই আছে তার নেতৃত্বে পরিচালিত বিসিবি’র বিরুদ্ধে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ