29 C
Dhaka
Monday, April 7, 2025

প্রাইভেটকার থেকে দুই বস্তা অস্ত্র উদ্ধার করলেন শিক্ষার্থীরা

রাজশাহীতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। এ সময় হোসেন মিয়া নামের প্রাইভেটকার চালককে আটক করা হয়।

শনিবার (১০ আগস্ট) রাতে নগরীর রেলগেট এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার সময় এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

আটক প্রাইভেটকার চালক হোসেন মিয়া রাজশাহী শহরের চণ্ডীপুর এলাকার বাসিন্দা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেশকাত মিশু বলেন, শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের সময় একটি প্রাইভেটকার থামান।

পরে গাড়ির পেছন থেকে দেশি অস্ত্র উদ্ধার করেন। তারা গাড়িচালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, ডাকাত আতঙ্ক থাকার কারণে তারা সন্দেহজনক গাড়ি তল্লাশি করছেন। রাতে রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন তারা।

এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়ির পেছনে দুই বস্তা দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করে। আর গাড়িচালককে সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম কালবেলাকে বলেন, দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে এখনো কিছু জানি না। খোঁজ নিয়ে জানাতে পারব।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ