28 C
Dhaka
Sunday, November 24, 2024

রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের নেতা তৌহিদসহ ওই হলের বিভিন্ন নেতাদের কক্ষ থেকে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষে তল্লাশি চালান শিক্ষার্থীরা। এ সময় এসব অস্ত্র ও মাদক উদ্ধার হয়।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, বস্তায় রাখা রেললাইনের পাথর, ছাত্রলীগের চাঁদা আদায়ের রসিদ, হেলমেট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার করেন শিক্ষার্থীরা।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, এর আগে ছাত্রলীগের এই সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিত ও অত্যাচার করত।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উদ্ধার হওয়ার অস্ত্র হস্তান্তর করে এর বিচারের দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত তৌহিদের সঙ্গে ফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ ড. এএইচএম মাহবুবুর রহমান বলেন, এগুলো আপাতত হল প্রশাসনের কাছে জমা থাকবে। পরবর্তীতে পুলিশ এলে তাদের সহায়তায় বাকি কক্ষগুলো তল্লাশি করার পর এগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

ছাত্রলীগ নেতা তাসকিফ আল তৌহিদ আরবি বিভাগ থেকে ২০২০ স্নাতক (সম্মান) এবং ২০২২ সালে মাস্টার্স পাস করেন। শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় হল থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

তবে গত বছর অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর সভাপতির পক্ষ থেকে ‘হল দেখভালের’ দায়িত্ব নিয়ে আবার হলে ফেরেন তিনি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ