26 C
Dhaka
Sunday, February 23, 2025

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২০ শিশু-কিশোর

মৌলভীবাজারের কুলাউড়ায় টানা দুই মাস পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করায় ২০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের হজরত বিলাল (রা:) জামে মসজিদের পরিচালনা কমিটি। শিশু-কিশোরদের মোবাইল ফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

নিয়মিত নামাজ আদায়কারী ২০ কিশোরের মধ্যে ৩ জনকে বাইসাইকেল ও ২ জনকে টেবিল ফ্যানসহ বাকিদের বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বিকেলে মনসুর হজরত বিলাল (রা:) জামে মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন মসজিদ কমিটির সদস্যরা ও অতিথিবৃন্দরা।

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহি উদ্দিন রিপনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, খতিব মুফতি আশরাফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মুহিত বাবলু, খতিব আব্দুল মুতাকাব্বির, পৃষ্ঠপোষক মুহিবুর রহমান জাবেদ। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি আব্দুস শহীদ ফারুক, পারভেজ আহমদ, হারুন মিয়া, প্রবাসী ময়ুব আলী, আজাদ মিয়া, মাসুক আহমদ প্রমুখ।

আয়োজক কমিটির সদস্য মুহিবুর রহমান জাবেদ জানান, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত টানা ৬০ দিন নামাজ আদায়ের কর্মসূচি নেয়া হয়।

কর্মসূচিতে ২০ জন কিশোর অংশ নেয়। প্রত্যেকেই টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রথম তিনজনকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়।

আয়োজক কমিটির পৃষ্ঠপোষক আব্দুল মুহিত বাবলু বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন।

আমরা শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এই উদ্যোগ নিয়েছি।

বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোর মারোয়ানুর রহমান বলেন, টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের বাকি সময় যেন জামাতে নামাজ পড়তে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম বলেন, এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করি।

নামাজ খারাপ কাজ থেকে বিরত থাকতে সহায়তা করে। শিশু-কিশোরদের মোবাইল ফোন আসক্তি কমাতে এমন ব্যতিক্রমী উদ্যোগ খুবই প্রশংসনীয়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ