26 C
Dhaka
Sunday, February 23, 2025

যারা ভাঙাভাঙি করবে তা*দের প্রতি*রোধ করুন : পিনাকী

সব ধরনের ভাঙাভাঙি বন্ধ করার আহ্বান জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। তিনি বলেছেন, যারাই ভাঙাভাঙি করতে যাবে তাদের প্রতিরোধ করবেন।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘৩২ নাম্বারকে জয় বাংলা করার পরে আমাদের কোন এই মুহূর্তে রাজনৈতিক লক্ষ্যবস্তু নাই। বত্রিশ নাম্বারকে মাজার/মন্দির-এমন এমন টার্মেও ডাকা ঠিক হবে না, জাস্ট ডাকেন সুপ্রিম আইকন/টোটেম অব ফ্যাসিস্ট/বাকশাল…ইত্যাদি’।

তিনি আরও লেখেন, প্রফেসর ইউনুস আহ্বান জানিয়েছেন এই সব ভাঙ্গাভাঙ্গি বন্ধ করার। সব বন্ধ। যারাই ভাঙ্গাভাঙ্গি করতে যাবেন তাদের প্রতিরোধ করবেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ