28 C
Dhaka
Tuesday, February 25, 2025

এবার আ.লীগ নিয়ে বিএন*পির নতুন অবস্থা*ন

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, বিচারবিভাগ সংস্কারের প্রতিবেদনে কী আসছে, জানি না। তবে এই সমস্ত নিশিরাতের বিচারকদের বহাল রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে চূড়ান্তভাবে স্বাধীন করা যাবে কিনা, রাখা উচিত হবে কিনা তাদেরকে বহাল রেখে- আমার সন্দেহ আছে।

সরিষার ভেতরে ভূত রেখে কখনো প্রধান উপদেষ্টা আপনি সফল হতে পারবেন না। সুতরাং বিচার ব্যবস্থা হোক, প্রশাসন হোক, নির্বাচনী ব্যবস্থা হোক- সর্বত্র ফ্যাসিবাদের দোসরদের আপনাকে পরিষ্কার করতে হবে। একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক-রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, সেই সরকার প্রতিষ্ঠার জন্য প্রথমে সর্বোচ্চ অগ্রাধিকার দেন নির্বাচনমুখী সংস্কারে।

তিনি বলেন, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন। সার্বভৌমত্বের প্রথমত বহিঃপ্রকাশ হবে সেই সার্বভৌম পার্লামেন্টে, সেখানে সকল ধরনের আলোচনা হবে। মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদী বিস্তর আলোচনা এবং বিস্তর কমিটি গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের আছে, সেই প্রতিশ্রুতি আমরা আপনাদের ক্ষমতা গ্রহণের বহু আগে দিয়েছি ২০২৩ সালের ১৩ জুলাই-সেটা ৩১ দফা। সেই ৩১ দফার মধ্যে মৌলিক বিষয়গুলো উদ্ধৃত আছে। আমরা আহ্বান করেছি- এর মধ্যে যদি কোনো পরামর্শ থাকে, জাতির কল্যাণের জন্য যেগুলো আমাদের গ্রহণ করতে হবে, সেটা আমরা গ্রহণ করব সাদরে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা মূলনীতিগুলো ৩১ দফায় উদ্ধৃত করেছি। সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে পরবর্তীতে নির্বাচিত রাজনৈতিক সরকার জনগণের কাছে যাবে এবং জনগণের চাহিদা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলো গঠন করবে। এরপর জাতীয় ঐকমত্য সৃষ্টির মধ্য দিয়ে সেই সংস্কারগুলো গৃহীত হবে এবং সেটা বাস্তবায়ন হলেই জাতির মঙ্গল।

সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সেলিম পারভেজের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ আঞ্চলিক সম্পাদক পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ