25 C
Dhaka
Thursday, April 17, 2025

নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ঢাবির ছাত্রলীগ নেতা

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফরহাদ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দত্তখারুয়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরহাদ আলী উপজেলার দত্তখারুয়া গ্রামের হাসান আলীর ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ২০১৯ সালে ছাত্রলীগ প্যানেল থেকে কবি জসীমউদ্‌দীন হলের ভিপি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফরহাদ আলীর বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ