অনলাইন এক্টিভিটিস ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দেশবাসীকে সতর্ক করে আজ একটি স্ট্যাটাস দিয়েছে,
তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা হলো..
তিনি লিখেন, সামনে ১০ নম্বর ম’হাবি’পদ সংকেত!!!!
-_-_–_-_-_-
একটা ‘১৫ মিনিটসের প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়৷ ৫ তারিখের পর চাইলে অনেক ধান্দায় যুক্ত হতে পারতাম৷ ২-৪ লাখ সাবসক্রাইবারের চ্যানেল দিয়ে মানুষকে ব্লাকমেইল করে অনেকে কোটি কোটি টাকা কামাচ্ছে৷ আমারও টাকা পয়সার সমস্যা হতো না কিন্তু সেটা না করে দেশের জন্যে কাজ করতে চেয়েছি৷
৫ তারিখের পরপর প্রথম আলো-ডেইলী স্টার কিভাবে আলেমদের ধরে জ’ঙ্গি বানাতো সেই প্রমান দিয়েছি৷ পিলখানার ঘটনাকে কিভাবে প্রথম আলো আর ডেইলি স্টার জঙ্গি তকমা দিয়েছে সেটা দেখিয়েছি তারপর একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে কিভাবে প্রথম আলো জজ মিয়া নাটক সাজিয়েছে সেটার প্রমাণ দিয়েছি৷
পরিকল্পনা ছিলো এক এক করে হলি আর্টিজানসহ দেশের সবকটা জঙ্গি হামলার আসল রহস্য উদঘাটনের চেষ্টা করবো৷ কিন্তু সেটার আর প্রয়োজন মনে করছিনা৷ কারন এতসব প্রমান দেখানোর পরেও প্রথম আলো ডেইলি স্টারের বি’রুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি৷
উল্টো প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে সব রাজনৈতিক দলের ( জামায়ত-বিএনপিসহ ছোট বড় কুকুরের ছানারা) গিয়ে মতিউরের পা চেটে এসেছে৷ মাহফুজ আনাম ও মতিউরদের ষ’ড়যন্ত্রের বিচার না করার ফল এই দেশের মানুষ খুব শীগ্রই ভোগ করবে৷ কিছু আলামত শুরু হয়েছে৷ এরইমধ্যে ভারতের প্রেসক্রিপশনে প্রথম আলো নতুন ধরনের জ’ঙ্গি নাটক সাজানোর কাজ শুরু করে দিয়েছে৷
বিভিন্ন জায়গায় তৌ’হিদী জনতার ব্যানারে নায়িকা, মডেল কিংবা নারী ফুটবলারদের বি’রুদ্ধে উ’দ্যেশ্য প্রনোদিতভাবে নারী বি’দ্বেষ ছড়ানো হচ্ছে৷ হঠাৎ করেই কালেমা লেখা কালো পতাকা নিয়ে বের হওয়া লোকজনের উদয় হয়েছে!
শতভাগ গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, এসব ঘটনার মূলে গেলে দেখা যাবে প্রতিটিতেই ভারতের হাত রয়েছে৷ তাদের মুল টার্গেট হলো এই দেশকে সাম্প্রদায়িক একটা কালার দেয়া৷ আপনারা হয়তো মনে করছেন এটা এতো গুরুত্বের কি হলো? প্রথম আলো ডেইলি স্টারের এসব নিউজ এরইমধ্যে পশ্চিমা কূটনীতিকদের কাছে পৌঁছে গিয়েছে৷ হাসিনা ছাড়া এই দেশ আ’ফগান হয়ে যাবে এটা বুঝাতেই ভারতের এসব পুরাতন কৌ’শল৷ সামনে এরকম হরেক রকমের নাটক দেখার জন্যে অপেক্ষা করুন৷ ভুলে যেয়েন না,
এই প্রথম আলো- ডেইলি স্টারের এসব সংবাদের কারনেই তারেক রহমান এখনও আমেরিকায় নিষিদ্ধ৷ যাকে তারা ভিসা দেয় না তাকে প্রধানমন্ত্রী হতে সমর্থন দেবে কিনা সেটা অবশ্যই ভাববার বিষয়৷ আর জামায়াত ইসলাম যে ভারতের ঝুলানো মুলা দেখে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে সেটাতো দিবাস্বপ্ন বা স্বপ্নদোষও বলতে পারেন৷ বিএনপি-জামায়াতের বাইরে কিছু একটার জন্যেই প্রথম আলো-ডেইলী স্টারের এতো ষড়যন্ত্র৷
অতএব, প্রথম আলো ডেইলী স্টার নামক ভারতীয় গো’য়েন্দা সংস্থার অফিস এদেশ থেকে নিশ্চিহ্ন করতে না পারলে কোনদিনও এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে না৷
এখন সিদ্ধান্ত আপনাদের৷ যারা চোখ কান বন্ধ করে মনে করছেন ক্ষমতায় চলে এসেছেন তাদেরকে শুধু এতটুকুই বলবো, ক্ষমতায় আসবেন কিনা জানি না তবে আপনাদের আগে আবারও আওয়ামিলীগ ক্ষ’মতায় আসে কিনা সেই চিন্তা করেন৷