23 C
Dhaka
Tuesday, February 25, 2025

ছিনতাইকালে গণপিটুনি থেকে বাঁচতে ছাত্র*দলের পরিচয় দিলেন ছাত্র*লীগ নেতা

পটুয়াখালী শহরের লেকপাড়ে ছিনতাই করতে গিয়ে গণপিটুনির হাত থেকে বাঁচতে ছাত্রদল পরিচয় দিয়ে রেহাই পেলেন তরিকুল ইসলাম রাহাত নামে এক ছাত্রলীগ কর্মী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী শহরের লেকের পাড় সড়ক থেকে রেদোয়ান রহমান সুরবীন নামে এক কলেজছাত্রের চাচার কাছ থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তার পথ আটকিয়ে গলায় চায়নিজ কুড়াল ঠেকিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে ছাত্রলীগ কর্মী তরিকুল।

কলেজ ছাত্রের চিৎকার শুনে ছুটে যায় লেকপাড়ে ঘুরতে আসা ও স্থানীয়রা। তখন তরিকুলকে গণপিটুনি দেওয়ার সময় তিনি নিজেকে ‘ছাত্রদল’ নেতা পরিচয় দেন। এতে তাকে ছেড়ে দিলে তিনি পালিয়ে যান।

প্যাদার নাতি। তার বাবার নাম মামুন প্যাদা। তরিকুল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি মান্নানের ক্যাডার। আওয়ামী লীগ সরকারের আমলে ভিপি মান্নানের ছত্রছায়ায় থেকে চুরি ছিনতাই ও চাঁদাবাজি করতেন।

এ বিষয়ে কলেজ শিক্ষার্থীর বাবা মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী সদর থানায় একটি মোবাইল ফোন ও ৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ছিনতাই করার অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ