নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আনছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্ট। এই বিশ্ববিদ্যালয়টির নাম হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করেছে।
পরিদর্শনকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজসহ সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘুরে দেখেন।
ইউসিজি সূত্রে জানা গেছে, পরিদর্শনের পর ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেয়া সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে। এরপর এখন সেখান থেকে নতুন এই বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া হবে।
জানা যায়, বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কমপক্ষে এক একর এবং অন্যান্য এলাকায় ২ একর জমি থাকার বিধান রয়েছে। তবে রাজধানীর উত্তরা উত্তরে অবস্থিত নতুন এই আবেদিত বিশ্ববিদ্যালয়ে ২৫ একর মতো জায়গা রয়েছে।
জানতে চাইলে পরিদর্শনে যাওয়া ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্প্রতি আমরা ক্যাম্পাস পরিদর্শন করেছি। আমাদের প্রতিনিধি দল এই বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে খুবই ইতিবাচক সাড়া পেয়েছে। সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ঢাকা শহরে এক একর জায়গার প্রয়োজন হয়, সেখানে এই বিশ্ববিদ্যালয়টির ২৫ একর মতো জায়গা রয়েছে। এখন নতুন বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখবে।
এর আগে ইউজিসিতে জমা দেওয়া আবেদনপত্রে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য হিসেবে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ছোট ভাই মুহাম্মদ ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদও রয়েছেন।
গ্রামীণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান রাখা হয়েছে আশরাফুল হাসানকে। আবেদনপত্রে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ঘরে লেখা হয়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্টের নাম।