24 C
Dhaka
Sunday, January 26, 2025

যেসব নায়িকার মেকআপ আর্টিস্ট ছিলেন তাহসানের স্ত্রী রোজা

সাত সকালে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর ভাইরাল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া তাহসানের হলুদের ছবি পেয়ে রীতিমতো হৈ-হুল্লোড় শুরু হয়ে গেছে ভক্তদের মাঝে। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান। তাহসান জানান, এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা।

রোজা পেশায় একজন মেকওভার আর্টিস্ট। ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তার মেকআপে দ্যুতি ছড়িয়েছেন শোবিজের নায়িকারাও।

ফেসবুকে ‘রোজা ব্রাইডাল মেকওভার’ নামে একটি পেজ আছে রোজার। সেখানে নিজের কাজের ভিডিও প্রকাশ করেন তিনি। রয়েছে তানজিন তিশা ও মিমের দুটি ভিডিও। যেখানে দেখা গেছে, এ দুই লাস্যময়ীদের রূপসজ্জায় ব্যস্ত রোজা।

রোজার যাত্রা শুরু ২০১৭ সালে ছাত্রী থাকাকালীন বরিশাল থেকে। অল্পদিনেই দেশজুড়ে পরিচিতি লাভ করেন। তার ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে। মেকওভারের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে তার।

রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। সামাজিক মাধ্যমে তার অনুসারী প্রায় এক মিলিয়ন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ