জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্যের পথে অবিচল। অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা। বহু ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে গেছেন, কিন্তু মাথা নত করেননি। বহু রং-বেরঙের প্রস্তাব দেওয়া হয়েছে, সমস্ত প্রস্তাব এবং ষড়যন্ত্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। কেন? কারণ আমরা আল্লাহকে ভয় করি।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এই দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। যারা দেশ এবং দেশের মানুষকে ভালোবাসবে তাদের হাত কখনো অন্যের সম্পদে যেতে পারে না। তাদের কাছে মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমাদের (জামায়াতের) ভেতরে যদি এর ব্যতিক্রম থাকে অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন।
তিনি বলে, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এত রক্ত, জীবন। এতো মানুষ পঙ্গু হলো, চাকরি হারালো, ঘর ছাড়লো, দেশ ছাড়ল। এতো মানুষের ইজ্জতের ওপর হাত পরল, তারপরও কি আমাদের এই জাতির শিক্ষা হবে না? তাহলে, এই শিক্ষা যারা নেবে না আমরা তাদেরকে সমর্থন করতে পারি না। একজন চাঁদাবাজ কখনো রাজনীতিবিদ হতে পারে না।