জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা মহানগর উত্তর শাখার কমিটি গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৩ জানুয়ারি) চার শাখায় পৃথক পৃথক সম্মেলনের মাধ্যমে এসব কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
জাবি : শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন মহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি হয়েছেন মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ। এ সময় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হিসেবে আসাদুল ইসলাম ও সেক্রেটারি হিসেবে রিয়াজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।
ঢাকা কলেজ : ২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি পদে আবদুল হক মানিক নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি মনোনিত হয়েছেন মোস্তাকিম আহমেদ।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয। সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।
ঢাকা মহানগর উত্তর : ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান, আর সেক্রেটারি মনোনিত হয়েছেন রেজাউল করিম শাকিল।
শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুমা শহীদ আব্দুল্লাহ আল তাহির মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।