কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালী পরিবারের মালিকানাধীন এক কানি জমি জবরদখলে নেওয়ার অভিযোগ উঠেছে সদ্য সাবেক যুবদল নেতা তৌহিদুল ইসলাম ফরহাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। দখলে নেওয়ার পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) ওই জমিতে ধানের চারাও রোপণ করেছেন তারা।
এ ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী নেছারা বেগম বাদী হয়ে তৌহিদের দুই বড় ভাই ছুট্টু ও বাবু এবং রুস্তম আলী চৌধুরী পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে ইউসুফকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বার আউলিয়ানগর এলাকার ওই জমির দখল নেওয়া হয়।