17 C
Dhaka
Thursday, January 23, 2025

ঘোষণা*পত্র থেকে সরে দাঁড়াল বৈষম্য*বিরোধী ছাত্র আন্দোলন

জুলাই ঘোষণা থেকে সরে দাঁড়াল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহিদ মিনারে আজ মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র করতে চেয়েছিল তারা। তবে কেন্দ্রীয় শহিদ মিনারে তাদের ডাকা গণজমায়েত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠমুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেন, ‘৫ আগস্ট সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। আগামীকাল সারাদেশ এবং ঢাকার মানুষ একইভাবে রাস্তায় নেমে আসবে। অন্তর্বর্তী সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে।

আমরাও এর পক্ষে সমর্থন জানাই। সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, তবে আমরা যে কর্মসূচি দিয়েছি শহিদ মিনারে- আমাদের বিপ্লবীদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না।’

আজ জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে কি না- এমন প্রশ্ন করলে আব্দুল হান্নান মাসউদ কোনো উত্তর না দিয়ে প্রক্লেমেশনের পক্ষে কার্যালয়ের বাইরে মিছিল করা হবে জানিয়ে দ্রুত সংবাদ সম্মেলন স্থান ত্যাগ করেন।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, অন্তর্বর্তী সরকার অনুভব করেছে পুরো বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জায়গায় এনে রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রটি আসা উচিত। এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে হওয়া উচিত।

আমরা মনে করি, রাষ্ট্র যখন এই দায়িত্ব নিয়ে নেয় তখন সেটিকে আমাদের সাধুবাদ জানানো উচিত। এবং আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সরকার যদি সবাইকে ঐক্যের মধ্যে এনে আমাদের ঘোষণাপত্র বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়, তখন এটির যে স্থায়িত্ব সেটির জাতীয় ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা স্থায়ী হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ