28.8 C
Dhaka
Wednesday, May 14, 2025

নতুন দা*য়িত্ব পেলেন সার*জিস আলম

নতুন দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তাকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংঘটকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারজিস আলমকে মুখ্য সংঘটকের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

ফলে এখন থেকে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কাঠামোয় যুক্ত হলেন সারজিস আলম।

এ বিষয়ে সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি। দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সারজিস আলম।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ