16 C
Dhaka
Friday, January 24, 2025

রাবি ছাত্র*লীগের সাবেক ও বর্তমান সভা*পতি-সেক্রেটারির সনদ বাতিল

শৃঙ্খলাভঙ্গের দায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তারা হলেন-শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু এবং বর্তমান সভাপতি আসাদুল্লা-আল-গালিব ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপকমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৩৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শনিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, আজ রবিবার শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানানো হয়েছে। সেখান থেকে তাদের নাম-পরিচয় জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাখা ছাত্রলীগের দুই সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং ফয়সাল আহমেদ রুনু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ড্রপ আউট হয়েছেন।

সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং গোলাম কিবরিয়া উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন। সিন্ডিকেটে তাদেরকে স্থায়ী বহিষ্কৃার করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদি ছাত্রত্ব শেষ হয়ে যায় তাহলে সনদ বাতিল হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ