34.9 C
Dhaka
Wednesday, May 14, 2025

যৌথবাহিনীর অভিযান চলছে, ২০ জনের বেশি আ ট ক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ ও সেনাবাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান চলছে। এখন পর্যন্ত ২০ জনের বেশি আটক হওয়ার সংবাদ পাওয়া গেছে।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ অভিযান শুরু হয়।

এ নিয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। কিশোর থেকে শুরু করে নারীরাও এখানে মাদক সেবন করছে। এতে ঘুরতে আসা জনসাধারণ নানা ভোগান্তিতে পড়ছে।’

খালিদ মনসুর আরও বলেন, ‘মাদকবিরোধী এ অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও আছেন।’

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ