জেলায় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের প্রধান সড়কে শুরু হওয়া এ মিছিলে হাজারও শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেয়, ‘সিলেবাস কমাও, আমাদের পড়া সহজ করো’ এবং ‘শিক্ষার মান উন্নত করো’।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বর্তমান সিলেবাস অত্যাধিক ভারী, ফলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং মানসিক চাপ বেড়ে যাচ্ছে। তারা দাবি করেন, সিলেবাস সংক্ষিপ্ত করা হলে তাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য কার্যকলাপেও অংশগ্রহণের সুযোগ বাড়বে।
এ সময় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সরকারের মনোযোগ প্রয়োজন। তারা শিক্ষকদেরও সমর্থন কামনা করেন, যারা তাদের দাবি বিষয়ে সোচ্চার হতে পারেন।
মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন, যতদিন না তাদের দাবি পূরণ হয়। পরে গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করলে পরবর্তীতে জেলা শিক্ষা অফিসারের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
বিক্ষোভ মিছিল বক্তব্য রাখেন শিক্ষার্থীদের পক্ষে শহিদুল ইসলাম, রাজিনা ইসলাম, সোহাগ আহমেদ, বিনতে আজিজসহ অন্যান্য শিক্ষার্থীরা।