28 C
Dhaka
Thursday, November 21, 2024

৫০ শতাংশ সরকারি কর্মচারী হোম অফিস করবেন

দিল্লির বায়ু দূষণ বর্তমান সময়ে একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, রাজধানীর বাতাসের গুণমান সূচক এতটাই খারাপ হয়ে উঠেছে যে, কোথাও কোথাও তা ৫০০-এর গণ্ডি ছাড়িয়ে গেছে।

এর ফলে শহরের বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এই সংকটের মাঝে, দিল্লি সরকার সরকারি কর্মীদের একটি অংশকে বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বুধবার থেকে ৫০ শতাংশ সরকারি কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন বলে জানানো হয়েছে।

দিল্লি সরকারের মন্ত্রী গোপাল রায় এক ঘোষণায় জানিয়েছেন, দূষণ কমাতে দিল্লি সরকার হোম অফিসের সিদ্ধান্ত নিয়েছে। ৫০ শতাংশ কর্মচারী বাসা থেকে কাজ করবেন। তাছাড়া এ বিষয়ে দুপুরে মন্ত্রিসভার একটি বৈঠক হবে।

দিল্লির দূষণ কমাতে এর আগেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরটির সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি বিএস ৩ এর নিচে থাকা পেট্রলচালিত গাড়ি ও বিএস ৪ এর নিচে থাকা ডিজেলচালিত গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, বুধবার দিল্লির দূষণ স্কোর ৬১৫ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। গেলো শুক্রবার থেকে দিল্লির বায়ুর মান বিপজ্জনক অবস্থায় আছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ